রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে বুধবার সকাল ১১টার দিকে পানিতে পরে জহুরা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে বুধবার সকাল ১১টার দিকে পানিতে পরে জহুরা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার জানান, উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মটু শেখের দেড় বছরের মেয়ে জহুরা সকালে খেলতে খেলতে বাড়ীর পাশের ডোবায় পরে যায়। পরিবারের লোকজন শিশুটির অনেক খোজা খুজি করে তাকে বেলা ১১টার সময় বাড়ীর পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
No comments:
Post a Comment