রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি॥ সোমবার সকালে শহরের দক্ষিণ ভবানীপুর ভিপিকেএ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে ব্র্র্যাকের সহযোগিতায় শেরপুরের বেসরকারী এনজিও দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থা এ আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদ ও বাংলাভিশন টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম. দেলোয়ার হোসেন।
মতবিনিময় সভায় ব্র্যাকের রাজবাড়ী জেলা সমন্বয়কারী প্রণব কুমার রায়, ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট জেরিন আফরোজ, ব্র্যাংকের সেক্টর স্পেশালিষ্ট মোহমুদা আক্তার, দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, এনজিও সংযোগের পরিচালক মোঃ মাহাবুব রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন।
সভায় মোহনা টিভির প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া, বাংলা টিভি ও দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি শিহাবুর রহমান, যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, গাজীর টিভির প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের মাহফুজুর রহমান, দৈনিক মাতৃকন্ঠের আসহাবুল ইয়ামিন রয়েন, দৈনিক ভোরের পাতা’র বালিয়াকান্দি প্রতিনিধি আতিয়ার রহমান আতিকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment