রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর ফুটবল মাঠের পাশে শিহাব বিশ্বাসের গোডাউনে সোমবার সন্ধ্যায় জমির বিরোধের শালিশ মীমাংসায় বসে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
॥বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর ফুটবল মাঠের পাশে শিহাব বিশ্বাসের গোডাউনে সোমবার সন্ধ্যায় জমির বিরোধের শালিশ মীমাংসায় বসে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
আহতরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মীরজাপুর গ্রামের আক্তার বিশ্বাসের ছেলে আসাদুল বিশ্বাস (৩৫),আশরাফ বিশ্বাসের ছেলে আব্দূল খালেক বিশ্বাস (৬৭), আব্দুল হাই বিশ্বাস (৫৫) আহত হয়ে মধুখালী হাসপাতালে ভর্তি রয়েছে।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মীরজাপুর গ্রামের আক্তার বিশ্বাসের ছেলে আসাদুল বিশ্বাস হাসপাতালে ভর্তি অবস্থায় জানান, জমির বিরোধের শালিশে বসে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মীরজাপুর গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে আলী আকবর বিশ্বাস (৬৫), জাকির বিশ্বাস (৩০), আহম্মদ বিশ্বাস (৩৫), শিবলু বিশ্বাস (৪০), সুজন বিশ্বাসসহ ৪/৫ জন আমাদেরকে বে-আইনী ভাবে গোডাউনে প্রবেশ করে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় সোমবার রাতে মৃত আক্তার বিশ্বাসের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
No comments:
Post a Comment