রাজবাড়ীর বালিয়াকান্দ উপজেলা পরিষদ অডিটিারিয়ামে রবিবার সকালে (১নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দ উপজেলা পরিষদ অডিটিারিয়ামে রবিবার সকালে (১নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে যুব দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্বিয়া সুলতানার সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম খায়রুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহ্মিদা বানু। আলোচনা শেষে নয়জন যুবর মধ্যে ৬ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা ও ৩০ জন যুবর মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ একতা ব্লাড ও সোসাল অর্গানাইজেশন এর আয়োজনে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালনায় রক্তের গ্রুপ নির্ণয় ও প্রথমিক চিকিৎসা দেওয়া হয় উম্মুক্ত জনগণের মাঝে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্বিয়া সুলতানার রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্যে দিয়ে দিবসটি কার্যক্রম শুরুকরা হয়।
No comments:
Post a Comment