রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর চন্দনা গুচ্ছোগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২০টি গৃহনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ “শেখ হাসিনার উপহার, আশ্রয়নের অধিকার”এই প্রকল্পের আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর চন্দনা গুচ্ছোগ্রামে মঙ্গলবার বিকালে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২০টি গৃহনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর চন্দনা গুচ্ছো গ্রামের ২০টি গৃহনির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আবু দারদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজ ইকবালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment