রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার ও গড়াই নদীতে অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়|
ফারুক হোসেন,বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার ও গড়াই নদীতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে গড়াই নদী থেকে ৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও নারুয়া বাজার হতে ৭ হাজার মিটার ও গড়াই নদী থেকে ৭ হাজার টাকা মূল্যের ৫২ হাত একটি চায়না জালসহ এক জেলেকে আটক করা হয়।
অবৈধ জব্দ কৃত কারেন্ট জাল মোবাইল কোট পরিচালনা করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত জেলেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল কোট পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট এস এম আবু দারদা। এ সময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল হক ও বালিয়াকান্দি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment