রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ বোতল ফেন্সিডিল ও ৩১ পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শনিবার রাতে থানার এস আই জাহিদুল ইসলাম, এস আই ফাইজুর খান, সাইফুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ বোতল ফেন্সিডিল ও ৩১ পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
উপজেলার বহরপুর মধ্যেপাড়া গ্রামের গোলাম মোস্তফার বিশ্বাসের ছেলে ৬টি মাদক মামলার আসামী হান্নান বিশ্বাস (৩৪) আজিজ শেখের ছেলে একাধীক মামলার আসামী জিল্লু শেখ (৩৬), আমিনুর রহমানের গরমের ছেলে মাহাবুর রহমান আতা (৩২) ও আবুল শেখের ছেলে হারুন শেখ (২৫)কে গ্রেফতার করা হয়েছে।
বালিয়াকান্দি থান্রা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment