ফরিদপুরের মধুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নিবাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১১ নভেম্বের বুধবারঃ ফরিদপুরের মধুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নিবাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে গাজনা ও কোরকদি ইউনিয়ন পরিষদের নিবাচিত সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা এবং রায়পুর ইউনিয়নের সংরক্ষিত ১টি মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার।
মঙ্গলবার দুটি ইউনিয়ন পনিষদের নির্বাচিত চেয়ারম্যানদের ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অতুল সরকার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা,নবনির্বাচিত গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন।
No comments:
Post a Comment