রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের (বীজ,সার) বিতরণ করা হয়েছে।
রফিকুজ্জামান লিটন, প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়ক প্রদানের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ (বীজ,সার) বিতরণ করা হয়েছে।
উপজেলার কৃষি প্রশিক্ষণ হল রুমে বিভিন্ন ইউনিয়নের ১২০ জন তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রত্যেককে এক কেজি সরিষা, ১০কেজি করে বিএপি ও পটাশ বিতরণের সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (চ-দা) আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম রনজুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুফলভোগী কৃষকেরা এ সময় উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment