রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশী অভিযান টের পেয়ে পালিয়েছে এক সহযোগী।
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশী অভিযান টের পেয়ে পালিয়েছে এক সহযোগী।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন, রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান,পিপিএমের নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই জাহিদুল ইসলাম, এস,আই ফায়জুর খান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে বহরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয় কালে বহরপুর গ্রামের আবু বক্কারের ছেলে সবুজ (২০) ও একই গ্রামের জালাল জোয়াদ্দারের ছেলে মাসুদ জোয়াদ্দার ওরফে পটল (২৫) কে ৪৯ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এক সহযোগী। এব্যাপারে থানার এস,আই ফায়জুর খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত করছেন, থানার এস,আই সৈয়দ সাইফুজ্জামান। শুক্রবার গ্রেফতারকৃতদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment