ফরিদপুরের মধুখালীতে উপজেলা,পৌরও কলেজ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ২২ নভেম্বর রোববারঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা,পৌরও কলেজ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মধুখালী প্রেসক্লাব এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ে ছাত্রদল নেতা গোলাম মাহিমের সভাপতিত্বে ও ছাত্রনেতা ওমর ফারকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হায়দার আলী মোল্যা। এ সময় বক্তব্য রাখেন ছাত্র নেতা মির্জা বিরাজ, রাফজানজানি, মো. নোমান খান, মো.আকিদুল ইসলাম, মো.কাজল আহমেদ ও মো. খায়রুল ইসলাম প্রমুখ। দোযার অনুষ্ঠান পরিচালনা করেন মো.সোহান মোল্যা।
No comments:
Post a Comment