রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যবসায়ী,হাটবাজারে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মাক্স, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকরাসহ জীবানু মুক্ত করণের লক্ষে হাত ধোওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সাথী,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যবসায়ী,হাটবাজারে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মাক্স, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকরাসহ জীবানু মুক্ত করণের লক্ষে হাত ধোওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা সোনাপুর বাজারের পথ সভায় বক্তব্য বলেন, ২য় ধাপে করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলাসহ মাক্্র ব্যবহার বাধ্যতামূলক। যদি কোন ব্যাক্তি সরকারী নির্দেশনা না মানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পথসভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা এম এ মাজেদ, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসান আলী, এ্যাসেডের নির্বাহী পরিচালক মুহাঃ শাহজাহান সিদ্দিক, বাজার বনিক সমিতির আহবায়ক মান্নান ও সাবেক সভাপতি আজিজ ইকবাল প্রমুখ। এ সময় নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বাজার বনিক সমিতির সদস্য, স্কাউটস সদস্য , ব্রাক,আশা, এপিপি, টিএম এস এস এনজিও.র প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment