রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রৈ-বার্ষিক কাউন্সিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কমিশনার কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহ-সভাপতি আশরাফুল হক, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি আব্দুস সালাম, রাজবাড়ী জেলা স্কাউটসের প্রতিনিধি সুকুমার বিশ্বাস প্রমূখ।
ত্রৈ-বার্ষিক কাউন্সিলের আলোচনা শেষে সর্ব সম্মতিক্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানাকে সভাপতি ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডুকে সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
No comments:
Post a Comment