রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার উপজেলা করোনা ভাইরাস কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকালে করোনা দ্বিতীয় ঢেউ প্রতিরোধে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার উপজেলা করোনা ভাইরাস কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকালে করোনা দ্বিতীয় ঢেউ প্রতিরোধে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা পরিষদ হল রুমে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ । এ সময় বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাবৃন্দ ও করোন ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment