রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে মঙ্গলবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ও স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে মঙ্গলবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ও স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
উপজেলা সোনাপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম বুধবার বিকালে জানান, পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার কলেজ পড়ুয়া ছোট বোন রিপা (২১), নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে টুম্পা (১৪), ভাইয়ের স্ত্রী হালিমা (১৮) ও আমার মা আমেনা বেগমকে একই গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মইনুদ্দিন (৪৫),সালাউদ্দিন (৩২), সাহাবুদ্দিন (৪৮), আমার বাড়ীতে বে-আইনীভাবে প্রবেশ করে বাঁশের লাঠি, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে বেদম পিটিয়ে আহত করে।
আহত অবস্থায় আমার মেয়ে ও বোনকে এলাকার লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, মারপিট করে প্রতিপক্ষ ঘরে ডুকে ৪ জোরা স্বর্ণের কানের দুল, দুইটি স্বর্ণের চেইন ও ভাইয়ের ঘরে ডুকে সিটি ব্যাংক থেকে লোন করা নগদ তিন লক্ষ টাকা নিয়ে চলে যাবার সময় আমাদেরকে জীবন নাশের হুমকী দেয়। এই ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment