রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মদিয়া সেরাতুল হক আলিম মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কালুখালী উপজেলার সহকারী প্রোগ্রামার মো. মিরাজুল ইসলাম ।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী সিদ্দিকীয়া আহম্মদিয়া সেরাতুল হক আলিম মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কালুখালী উপজেলার সহকারী প্রোগ্রামার মো. মিরাজুল ইসলাম ।
বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত“সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব” শীর্ষক প্রকল্পের আওতায় স্থাপিত “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” পরিদর্শনকালে এজেন্ট সফটওয়্যার ইন্সটল করা আছে কিনা তা যাচাই করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন মাঝবাড়ী আলিম মাদ্রাসার আইসিটি শিক্ষক মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান বিভাগের শিক্ষক (প্রাক্তন) এস.এম আশরাফুল আলম হেলাল, অফিস সহাকারী মো. আব্দুল মজিদসহ আরো কর্মচারীবৃন্দ । পরে সহকারী প্রোগ্রামার মো. মিরাজুল ইসলাম শেখ রাসেল ডিজিটাল ল্যাব যথাযতভাবে ব্যবহার হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ।
পরে মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের ইউডিসি সেবা সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শকালে তিনি ইউডিসির সেবা প্রদানের মূল তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা দেন ।
No comments:
Post a Comment