হরিণাকুন্ডুতে ট্রলি ও মোটর সাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ট্রলি ও মোটর সাইকেলের সংঘর্ষে ২ নিহত হয়েছে।
রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোটর সাইকেল চালক শাকিল আহম্মেদ (২৫) ও সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ুন আহম্মেদের ছেলে ট্রলি চালক শফিক উদ্দিন (৩০)। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম জানায়, সদরের কিংশুক ইটভাটার ট্রাক্টর ট্রলি চালক শফিক মাটি আনতে হরিণাকুন্ডুর দিকে যাচ্ছিল।
পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ট্রলি চালক শফিক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মোটর সাইকেলের চালক শাকিল হোসেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।
No comments:
Post a Comment