মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গড়াই নদীতে মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করা হয়।
স্টাফ রিপোর্টার ॥ মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গড়াই নদীতে মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা অভিযান পরিচালনা করেন। গড়াই নদীতে অভিযান পরিচালনা করে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি চায়না দুয়ারী জব্দ ও জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা) আঃ মান্নাফ, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন, আমার বাড়ী আমার খামারের ব্যবস্থাপক বিধান কুমার উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment