বালিয়াকান্দিতে ১৫৫তম ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাসষ্টান্ডে মঙ্গলবার সকালে ১৫৫তম ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলার বাসষ্টান্ডে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যোশর জোনের প্রধান সিনিয়র এক্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, বালিয়াকান্দি উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইনচার্জ মো.শাহিনুর রহমান প্রমুখ। এ সময় বালিয়াকান্দি বাজার বনিক সমিতির সভাপতি মো.আতাউর রাহমান, বালিয়াকান্দি বাসষ্টান্ড বাজার বনিক সমিতির সভাপতি আয়ুব হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment