বালিয়াকান্দিতে পেঁয়াজের দানা ক্ষেতে বিষ প্রয়োগে কৃষকের ব্যাপক ক্ষতি করেছে।
ফারুক হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা মাঠে ৩০শতক জমিতে পেঁয়াজের চারা ক্ষেত কেবাকাহারা রাতের আঁধারে শত্রুতাবসত বিষ প্রয়োগ করে এক কৃষকের ব্যাপক ক্ষতি করেছে।
শুক্রবার বিকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের আব্দুল কুদ্দুস শিকদারের ছেলে ক্ষতিগ্রস্থ কৃষক মিজানুর রহমান জানান, উপজেলা বহরপুর ইউনিয়নের বাবুলতলা মাঠে তার ভোগ দখলীয় ৩০শতক জমিতে পেঁয়াজের দানা তিনি চারান। পেঁয়াজের দানাগুলো ধীরে ধীরে বড় হয়ে রোপনের উপযোগী হলে গত ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে কেবাকাহারা পেঁয়াজের দানা খেতে বিষ প্রয়োগ করে পেঁয়াজের চারা নষ্ট করে।
এই বিষ প্রয়োগে প্রায় এক লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। সবাই আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment