বালিয়াকান্দি উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সংগঠনের বিরোধের অবসান ঘটেছে উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে।
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গত রবিবার বিকালে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সংগঠনটির বিরোধের অবশেষে অবসান ঘটেছে উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে।
উল্লেখ্য যে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক নিশিত কুমার মন্ডলের সাথে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের অব্যাহতি প্রদানকৃত সাংবাদিক সনজিত দাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কার্যালয়ে উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে রবিবার বিকালে এই বিরোধের অবসান ঘটে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সাবেক বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিতিশ কুমার মন্ডল, পূজা উদ্যাপন পরিষদের অব্যাহিত দেওয়া সাংবাদিক সনজিত দাসসহ উভয় পক্ষের উপস্থিতিতে বিরোধের অবসান ঘটে। এ সময় জনপ্রতিনিধি, সুধীজন ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জানান, পূজা উদ্যাপন পরিষদের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটেছে।
No comments:
Post a Comment