বালিয়াকান্দিতে জমির বিরোধকে কেন্দ্র করে রসুন ক্ষেত চাষ দিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষ
স্টাফ রিপোর্টার ॥ বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মৃত নিমাই ওরফে নিয়ামতের ছেলে কৃষক টিটো মৃধার নামীয় মিঠাইন মৌজার বিএস খতিয়ন ২১৫ যাহা বিএস ৬৭ দাগের ১৬শতক ও ৬৮ দাগের ৩১ শতক মোট ৪৭শতক জমির মধ্যে ১৯শতক জমির রসুন ফসল পায়ার টিলার দ্বারা চাষ দিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষ।
উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মৃত নিমাই ওরফে নিয়ামতের ছেলে কৃষক টিটো মৃধা গতকাল সোমবার সকালে জানান, আমার নামীয় রেকডিও এবং দলিলকৃত মিঠাইন মৌজার ১৯শতক জমিতে আমার রোপনকৃত রসুন ফসল গত ২৮ নভেম্বর রোজ শনিবার সকালে প্রতিপক্ষ বড়হিজলী গ্রামের মৃত আলাদী মৃধার ছেলে নজর আলী, হানেফ আলীর ছেলে টোকন মৃধা. আয়ুব আলীর ছেলে আব্দুলা মৃধাসহ তার লোকজন আমার রসুন ক্ষেতে বে-আইনীভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র, বাঁশের লাঠি, লোহার রডসহ পাওয়ার টিলার দিয়ে আমার রসুন ক্ষেত চাষ দিয়ে প্রায় ৮০হাজার টাকার ক্ষতি করে। এ বিষয়ে রাজবাড়ী আদালতে ১০ জনকে বিবাদী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment