পাবনা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: কুষ্টিয়ার পাঁচমাথা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় শ্রমিক লীগ পাবনা সদর উপজেলা শাখা। রবিবার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প্রতিবাদ সভায় পাবনা সদর উপজেলা শাখা শ্রমিক লীগের আহ্বায়ক আলহাজ্ব হাফেজ আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান মানিকের পরিচালনায়, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিনসহ জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়ন এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment