বালিয়াকান্দিতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ॥ “যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান অধিদপ্তরের সহযোগীতায় শনিবার সকালে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে “ডিজিটাল বাংলাদেশ দিবস” উপলক্ষে সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ, আব্দুস সালাম, রেজাউল করিম প্রমুখ।
এ সময় সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও সুধীজনের উপস্থিতিতে বিভিন্ন প্রতিযোগী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
No comments:
Post a Comment