বালিয়াকান্দি মহাশ্মশানে বীর শহীদদের আত্মার প্রতি শান্তি কামনায় প্রার্থনা করা হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির চত্বরে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে আলোচনা সভা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপর স্মৃতি চারণ, গীতা পাঠ, নামকীর্তণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্নার প্রতি শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ করেন রাজবাড়ী জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্ত্তী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডল, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির সাবেক সভাপতি নিরুপম চৌধুরী (শিবু), রাজবাড়ীর করবাহদুর, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক এবং বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির আহবায়ক সঞ্জয় কুমার চৌধুরী, (রতন), দীনেন্দ্র নাথ বিশ্বাস, শঙ্কর কুমার সাহা, সুমন কুমার মৈত্র প্রমুখ।
আলোচনা সভা শেষে গীতা পাঠ, নামকীর্তণ ও বীর শহীদদের আত্নার প্রতি শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্যবৃন্দ ও বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment