পাবনায় মালিগাছা ইউনিয়ন শ্রমিক লীগের কর্মীসভা ও আহ্বায়ক কমিটি অনুমোদন
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় জাতীয় শ্রমিক লীগ মালিগাছা ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কর্মীসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার সভাপতি ফুরকান আলী; প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা।
শ্রমিক লীগের পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম এর সভাপতিত্বে ও শ্রমিক লীগের পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হারিক হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সহ-অর্থ সম্পাদক হান্নান মুন্সী, পাবনা সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মানিক খান।
এসময় শ্রমিক লীগের পাবনা সদর উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম ও যুগ্ম আহ্বায়ক মানিক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফারুক খানকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, নাসির উদ্দিন শেখ, মো. তজিব, আরিফুল ইসলাম, মোশাররফ হোসেন, মো. বাবু, আব্দুল কুদ্দুস, আরিফ হোসেন, লুৎফর রহমান, ফুরকান শেখ, মো. রিপন, মো. আতিয়ার, কুদ্দুস শেখ, মো. ইসরাইল, মো. রাজিবুল ইসলাম, মো. আতন, আব্দুল হান্নান, আতর আলী, মো. কামরুল, বন্দে আলী প্রাং।
No comments:
Post a Comment