বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে হারুন-অর-রশিদের সমাধি স্থলে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জামালপুর বুদ্ধিজীবি শহীদ বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ এর সমাধী স্থলে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জামালপুর বুদ্ধিজীবী শহীদ বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদের সমাধি স্থলে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা পরিষদ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) এস. এম আবু দারদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌসসহ এলাকার মুক্তিযোদ্ধা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment