বালিয়াকান্দিতে সরকারি কর্মকর্তা ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সরকারি কর্মকর্তা ফোরামের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শাখায়াত হোসেন, উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর, শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অমরেশ রায়, সমাধীনগর বিদ্যা আর্য মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়, তেতুলিয়া দাখিল মাদ্রসার সুপার মুরাদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার সকল সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধী জনেরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment