বালিয়াকান্দিতে রাতের আঁধারে মেহগণী গাছ কর্তন করাসহ জমির সীমানার পেলার উঠিয়ে ফেলেছেন কে-বা কাহারা।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামে শুক্রবার দিবাগত রাতে ৬টি মেহগণী গাছ কর্তন করাসহ জমির সীমানার পেলার উঠিয়ে ফেলেছেন কে-বা কাহারা।
উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মৃত রাহেল উদ্দিনের ছেলে গফুর খন্দকার সোমবার বিকালে জানান, কেবা কাহারা শত্রুতা বসত আমার নামীয় অংশের জমিতে রোপনকৃত ৬টি মেহগণী গাছ কর্তন করাসহ জমির সিমানার পেলার উঠিয়ে ফেলেছে। এই গাছ কর্তনের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment