বালিয়াকান্দির বেরুলীতে চিশতীয়া তরিকার ভ
ক্ত প্রেম আলিঙ্গন উৎসব অনুষ্ঠিত
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে চিশতীয়া তরিকার সিলসিলা ৪২তম খাকচার মো. মুকুল আলম আল চিশতীর বাড়িতে ৩রা পৌষ ১৪২৭ বাংলা শুত্রবার রাত ১০ঘটিকায় আতায়ে রাসূল হিন্দের অলী গরীবে নেওয়াজ খাজা মাইনউদ্দিন চিশতী (রঃ) এর অনুকরনে এসকে ফানা বাকায়ে ওলী সুলতানুল আউলিয়া হযরতে খাজা মুন্সী মজিদ আলম আল চিশতীর আদেশক্রমে ১৬তম খিলাফত দিবস উপলক্ষে এক ভক্ত প্রেম আলিঙ্গন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবপুর ইউপি সদস্য মো. আইয়ুব আলী, ইউপি মহিলা সদস্য মোছাঃ জেসমিন বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তের শুভাকাঙ্খিবৃন্দ । উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাজবাড়ীর আলাউদ্দিন সরকার ও আখিঁ সরকার । প্রতি বছর এই দিনে বেরুলী গ্রামের যুব সমাজের উদ্যোগে উক্ত অনষ্ঠিানটি পরিচালিত হয়ে আসছে।
No comments:
Post a Comment