বালিয়াকান্দিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সকালে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষীন শেষে সমাজসেবা অফিস কক্ষে সহকারী কমিশনা (ভূমি) এস এম আবু দারদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। পরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ।
No comments:
Post a Comment