ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে ইবি ছাত্রীর সুহা’র আত্মহত্যা করেছেন।
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ পারিবারিক কলহের জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি‘র) শেখ ফাবিহা সুহা (২২) ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের আদর্শ পাড়ায় এ ঘটনাটি ঘটে। সুহা ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিমের মেয়ে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল। সুহার বাবা শেখ সেলিম জানান, দুই মেয়ে বাসায় রেখে তার স্ত্রীকে নিয়ে বাহিরে যান। পরে বাসায় ফিরে দেখতে পায় ভেতর থেকে দরজা বন্ধ আছে।
এক পর্যায়ে দরজাটি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে তার মেয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রোববার যোহর বাদ ঝিনাইদহ ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
No comments:
Post a Comment