মধুখালীতে ৫৬জন মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কার্যক্রম শুরু হয় ।
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৩০ জানুয়ারী শনিবারঃ ফরিদপুরের মধুখালীতে গেজেট ভুক্ত নালিশী ৫৬ জন বীরমুক্তিযোদ্ধা যাচাইবাছাই অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারী শনিবার উপজেলা মিলনায়তনে উপজেলা যাচইবাছাই কমিটি কর্তৃক সকাল ১০টা থেকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় ।
উপজেলা বীরমুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সাবিক তত্বাবধানে বীরমুক্তিযোদ্ধা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। কমিটির অন্য দু’সদস্য হলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃওহাব,বীরমুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম মাও।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম, সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, সমবায় কর্মকর্তা মো.হাবিবুর রহমান ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব কুমার বিশ্বাস ।
No comments:
Post a Comment