বালিয়াকান্দিতে ভূমিহীন ও গৃহহীন ৭০টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তরের উদ্বোধন করেছেন।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার সকালে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার সকল উপজেলার ৬৬ হাজার ১৮৯শত পরিবারের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ৭০টি পরিবারের মধ্যে উপহার হিসেবে গৃহ হস্তান্তরের উদ্বোধন করেছেন।
উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন ৭০টি পরিবারের মধ্যে গৃহ হস্তান্তরের উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মুক্তযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের যুগ্ন সচিব (অবসর প্রাপ্ত) গোলাম রহমান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ হান্নান মোল্লা, নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যানগণের উপস্থিতিতে সুবিধাভোগী পরিবারদের গৃহ হস্তান্তর করা হয়।
No comments:
Post a Comment