বালিয়াকান্দিতে ৭৩০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে।
ফারুক হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটসের রাজবাড়ী জেলা শাখার ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী ৭৩০তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটসের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বালিয়াকান্দি সরকরি পাইট বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের মুক্তযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের যুগ্ন সচিব (অবসর প্রাপ্ত) গোলাম রহমান মিঞা (মনজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কমিশনার কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার ও সহ-সভাপতি আশরাফুল হক, বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক ও কোর্স লিডার শর্মিলা দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, প্রশিক্ষকবৃন্দসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment