ফরিদপুরের মধুখালীতে যুবককে হত্যা করে গুমের চেষ্টা হত্যাকারীদের।
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৩ জানুয়ারী রোববার ঃ ফরিদপুরের মধুখালীতে যুবককে হত্যা করে গুমের চেষ্টা হত্যাকারীদের।
৩ জানুয়ারী রোববার পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের সুজিত সাহার ছেলে রাজু সাহা (২২) উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী গ্রামে বাড়ী ভাড়া নিয়ে
বসবাস করতেন। পাশেই একটি নতুন বাড়ী নির্মাণ করছিলেন প্রায় ১ বছর ধরে । সে বাড়ীতে বলে যান সে রাতে নির্মাণাধীন বাড়ীতে থাকবেন। ৩ জানুয়ারী রোববার সকালে বাড়ীতে ফিড়ে না গেলে তার মা এবং বোন রাজুকে খুজতে আসেন নির্মাণাধীন বাড়ীতে। তাকে না পেয়ে খুজতে খুজতে রক্তের সন্ধ্যান পান খোলা জায়গায়। সন্দেহ বসত নির্মাণাধীন বাড়ীর অস্থায়ী টয়লেটের স্লাপ উঠালে একটি লাশ আবিস্কার হয়। দুপুরে পুলিশে খবর দিলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্ধার করেন।
No comments:
Post a Comment