বালিয়াকান্দিতে এক কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
ফারুক হোসেন,বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামে গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে থানা পুলিশ অভিযান পরিচালনা করে জিয়া (৩৫), নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে গাঁজা ব্যবসায়ী জিয়া মন্ডলের বাড়ীর সামনের ইটের রাস্তার উপর হতে বালিয়াকান্দি থানার এস. আই ফাইজুর, এ.এস.আই শহীদুল ও এ.এস.আই ইলিয়াছসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক কেজিসহ গাঁজা ব্যবসায়ী জিয়াকে গ্রেফতার করেছে। বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) সুমন আদিত্য জানান, গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামী জিয়াকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment