বালিয়াকান্দিতে আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা
ফারুক হোসেন প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাফিন জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা পৌকশলী আলমগীর বাদশা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, ইসলামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আবুল হোসেন খান, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ নাথ বিশ্বাস প্রমুখ। এ সময় আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment