বালিয়াকান্দিতে আদালতের আদেশ অমান্য করে ঘর উত্তলন করেছে প্রতিপক্ষ বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি,বালিয়াকান্দি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর কুড়ীপাড়া পদমদী গ্রামের মৃত কেচমত আলীর ছেলে রবিউল ইসলামের পিতার নামীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তলনের ঘটনায় প্রতিপক্ষে বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়ীপাড়া পদমদী গ্রামের মৃত কেচমত আলীর ছেলে রবিউল ইসলাম গতকাল বুধবার সকালে জানান, আমার পিতার নামীয় ৬নং পদমদী মৌজার ১২৭২১ নং দাগের মধ্যে ৮১শতক জমি নিয়ে পদমদী গুচ্ছাগ্রামের সিরাজ শেখের ছেলে সালাম শেখের সাথে বেশ কিছু দিন ধরে বিরোধের চলে আসছিল। এই বিরোধের ঘটনায় রাজবাড়ী আদালতে ১৪৪ ধারার মামলা দায়ের করা হয়। আদালতের আদেশ অমান্য করে গত শনিবার সকালে গায়ের জোরে ১৫থেকে ২০ মেহগণীসহ কলা গাছ কর্তন করেন প্রতিপক্ষ সালামসহ তার লোকজন। এই ঘটনায় গত রবিবার রাজবাড়ী আদালতে একটি মামলা করা হয়েছে।
No comments:
Post a Comment