বালিয়াকান্দিতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের আত্নহত্যা
বালিয়াকান্দি প্রতিনিধি ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মাসুদুর রহমান স¦পন (৫৫) এর লাশ স¦াস্থ্য কেন্দ্রের বিশ্রাম রুমের ফ্যানের সাথে সাদা কাপড় গলায় পেঁচানো অবস্থায় রবিবার রাতে থানা পুলিশ উদ্ধার করেছে।
মৃতের পরিবার জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের বি-মাগুরা গ্রামের মৃতঃ আব্দুল ওহাব মোল্লার ছেলে ও জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মাসুদুর রহমান স¦পন প্রতিদিনের ন্যায় রবিবার সকালে বাড়ি থেকে সরকারি দায়িত্ব পালনের জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসেন।
তিনি বাড়ীতে খেতে না যাওয়ায় ও তার মোবাইল ফোন বন্ধ থাকার কারণে তার ভাই একলাস উদ্দীনসহ নিকটত্ব দুই মহিলা, ঐ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিকাল ৫টার দিকে গিয়ে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে রুমের জানালা ভেঙ্গে দেখে যে বিশ্রাম রুমে সিলিং ফ্যানের সাথে সাদা থান কাপড় গলায় পেঁচিয়ে তার ভাই আত্নহত্যা করেছেন। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে বালিয়াকান্দি থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মাসুদুর রহমান স¦পনের লাশটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment